ডিসেম্বর ২৩, ২০২৪

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৫ জনের। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮৯৩ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত বেড়ে হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭১৭ জন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ঢাকার ৮১৪ জন আর ঢাকার বাইরের ২ হাজার ২০৫১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যায় ১৪।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...