নভেম্বর ৯, ২০২৪

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হারুনের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২০ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক, সাব রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট, নির্বাচন কমিশনসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। দুদক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার (১৮ আগস্ট) হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করে কমিশন।

দুদকের সূত্র জানায়, হারুনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন সংস্থা।

এদিকে, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ডিবি হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...