জানুয়ারি ২৩, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার কোম্পানি গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক এবং ডিবিএর সাবেক প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও’র মা মারিয়া কেশী ডি’ রোজারিও’ ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আজ সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর।

শোক বার্তায় বলা হয়, ডিবিএ পরিচালনা পর্ষদ তার মৃত্যুতে গভীর শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...