জানুয়ারি ৪, ২০২৫

পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকার হা্দউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম। পাশাপাশি সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত অফিস বেয়ারার নির্বাচনে ১৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা আগামী দুই বছর (২০২৪ ও ২০২৫) ডিবিএর নেতৃত্ব দেবেন।

পর্ষদের অন্যান্য পরিচালকরা হলেন- স্যার সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, আদিল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এরিস সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, রেমন্স ইনভেস্টমেন্ট এন্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ এন্ড কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল, সাবভেলী সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-ইলাহী, আলী সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন আকবর, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ, এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা. শাহেদ ইমরান, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর. ওয়াই. শমসের ও এবি এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউজ্জামান বোখারী।

প্রসঙ্গত, সাইফুল ইসলাম ডিবিএর ৭ম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক এবং টানা দুই মেয়াদে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সভাপতি নির্বাচিত হয়ে তিনি এসোসিয়েশনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ব্রোকারদের স্বার্থ রক্ষার পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...