জানুয়ারি ৫, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পর্ষদ ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।  গত ১৭ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৮তম সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির মোট পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। এর মধ্যে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ থাকবে ইসলামী ইন্স্যুরেন্সের, যা ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। তবে প্রস্তাবিত ব্যাংকটির নাম কি হবে কিংবা এ ব্যাংক গঠনে সমন্বিত জোটে কারা রয়েছে তা জানায়নি কোম্পানিটি।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...