জানুয়ারি ৫, ২০২৫

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ‘ওপেন ডিজিটাল ব্যাংক‘ নামক এ ব্যাংকটিতে ১২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি (open Digital Bank PLC)। ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে কুইন সাউথ টেক্সটাইল।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...