ডিসেম্বর ২৩, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য এমকে ফুটওয়্যার ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এমকে ফুটওয়্যার ‘অপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে। এই ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৬ কোটি ২৫ লাখ টাকা বা ৫ শতাংশ শেয়ারের মালিক হতে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এমকে ফুটওয়্যার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রসঙ্গ, গত ২৬ জুন পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করে এমকে ফুটওয়্যার।

ডিজিটাল ব্যাংকের নিবন্ধন চেয়ে ৫২ প্রতিষ্ঠানের আবেদন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...