জানুয়ারি ২২, ২০২৫

পুঁজিবাজার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে সিইও ফোরামের সঙ্গে বৈঠক করবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। এ লক্ষে সিইও ফোরামকে আমন্ত্রণ জানিয়েছে ডিএসই। আগামী সোমবার (১৩ মে) এ আলোচলা বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ মে) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান এক চিঠিতে সিইও ফোরামের প্রেসিডেন্ট ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

এতে বলা হয়, আমরা আন্তরিকভাবে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে আপনার নিরলস প্রচেষ্টা এবং অবদানের প্রশংসা করি। ডিএসইর ম্যানেজমেন্ট আগামী সোমবার (১৩ মে) বিকাল ৩টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসইর বোর্ড রুমে সিইও ফোরামের সাথে পুঁজিবাজার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা করতে চায়। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাফিজ মো. হাসান বাবু।

এতে আরও বল হয়, আমরা আপনাকে সিইও ফোরামের প্রতিনিধিদের সাথে মিটিংয়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত। আপনার সদয় উপস্থিতিতে সভাটি সাফল্য হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...