ডিসেম্বর ২৪, ২০২৪

বিজ রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএসইর ১০৪৪তম বোর্ড সভায় ২০২১-২২ আর্থিক বছরের কোম্পানির সার্বিক কার্যক্রম, রক্ষিত আয় ও বর্তমান তারল্য-পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত আর্থিক বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

সমাপ্ত আর্থিক বছরে ডিএসই’র কর পরবর্তী মুনাফা ১২৪ কোটি ৭৯ লাখ টাকা৷ শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৬৯ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১০.৭৯ টাকা৷

এছাড়াও পরিচালনা পর্ষদ আগামী ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ ডিএসই’র ৬১তম বার্ষিক সাধারণ সভা এবং ২৮ নভেম্বর ২০২২ তারিখ রেকর্ড ডেট নির্ধারণ করেছেন৷

উল্লেখ্য যে, ৩০ জুন, ২০২১ সমাপ্ত আর্থিক বছরে ডিএসই’র কর পরবর্তী মুনাফা ছিল ১১২ কোটি ৯৫ লাখ টাকা৷ শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৬৩ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ১০.৪৯ টাকা৷

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...