জানুয়ারি ২, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক কাউন্সিলর এবং মোর্শেদ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার সৈয়দ মাহবুব মোর্শেদ রবিবার (২৯ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের সময় ২ টা ৩০ মিনিটে (ইউএস সময়) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর৷ তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

মরহুম সৈয়দ মাহবুব মোর্শেদ দেশের পুঁজিবাজারের এক পরিচিত ব্যক্তিত্ব৷ যিনি ১৯৮১ সালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন৷ প্রায় ২০ বছরেরও অধিক সময় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত ছিলেন৷ তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ডিএসই’র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন৷ মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গিয়েছেন৷

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...