ডিসেম্বর ২৩, ২০২৪

আগের সপ্তাহের মত সদ্য সমাপ্ত সমাপ্ত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনের উত্থান হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে সব ধরনের মূল্য সূচকের সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ৮১.৫১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ ১১ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৭২৯ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকার বা ৮১.৫১ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫০ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৯ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.১৫ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৬৮টির। আর ২০৭টির দাম ছিল অপরিবর্তিত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...