জুন ২৯, ২০২৪

গত বছরের ১২ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আন্তর্জাতিকমানের স্টেট অব দা আর্ট (State of the art) নতুন ডেটা সেন্টার স্থাপন করেছে৷ ডেটা সেন্টার চালুর পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ডেটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে ডিএসই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে৷

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ জুন) সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এর নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডিএসই’র চেয়ারমান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর সাথে ডিএসই’র কার্যালয়ে সাক্ষাত করেন৷ এসময় তার সাথে ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ। তারা ইউএস ভিত্তিক ক্লাউড ডেল্টা নামক একটি প্রতিষ্ঠান জন্য ডিএসই ডেটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে ডিএসই’র চেয়ারমান মহোদয়ের কাছে আগ্রহ প্রকাশ করেন৷

এর প্রেক্ষিতে ডিএসই’র চেয়ারম্যান বলেন, ডিএসই ১০৬ র‍্যাক বিশিষ্ট আধুনিক ডেটা সেন্টার স্থাপন করেছে। তবে ডেটা সেন্টারের এখনো কিছু উন্নয়নমূলক কার্যক্রম বাকী রয়েছে। উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করে একটি সুনিদিষ্ট গাইডলাইনের মাধ্যমে অব্যবহৃত স্পেস ভাড়া দেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে৷

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *