ডিসেম্বর ২৪, ২০২৪

বিজ রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারিগরি ত্রুটি ও লেনদেন বন্ধের ঘটনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে বিএসইসি ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সোমবার (২৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

গঠিত তদন্ত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখির করতে কলা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসনকে। সদস্য সচিব করা হয়েছে বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগির হোসাইনকে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিএসইসির উপ পরিচালক মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত,সিসিবেএলের সিটিও মোহাম্মদ ইমাম হোসেন এবং সিডিবিএলের মহা ব্যবস্থাপক মঈনুল হাসান।

প্রসঙ্গত, সোমবার সকাল ১০ টা ৫৮ মিনিটে ডিএসইতে হঠাৎ লেনদেন বন্ধ হয়ে পড়ে। পরে ৩ ঘণ্টার অধিক সময় পর দুপুর ২টা ১০ মিনিটে লেনদেন পুনরায় চালু হয়।

এর আগে গত বছরের ১৮ জুলাইও লেনদেনের মাঝে কারগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল ডিএসইতে। ওইদিন সকাল ১০টায় লেনদেন শুরুর ১ ঘণ্টা ৯ মিনিট পর বেলা ১১টা ৯ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে ওইদিন ফের লেনদেন শুরু হয় দুপুর ১টায়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করলে ডিএসইর জণসংযোগ বিভাগের প্রধান উপ মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান বলেন, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়েছিল। ডিএসইর ট্রেডিং প্ল্যাটফরম সরবরাহকারী নাসডাক ও তাদের নিজস্ব আইটি টিম ত্রুটি সারানোর দুপুর ২টা ১০ মিনিটে ফের লেনদেন শুরু হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...