ফেব্রুয়ারি ২১, ২০২৫

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৬৮ কোটি টাকা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১৮ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ

ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ দশমিক ৭৩ পয়েন্ট ও ডিএসইএস সূচক শূন্য দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২০৯ দশমিক ৯৩ পয়েন্টে ও ১ হাজার ১৬০ দশমিক ৮৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৫ দশমিক ০৫ পয়েন্ট।

এ সময় ডিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩০টির কোম্পানির শেয়ারের, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১৮ দশমিক ২৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১১ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫৬২ দশমিক ০২ পয়েন্টে ও ৮ হাজার ৮২৮ দশমিক ৩৭ পয়েন্টে।

ছাড়া সিএসআই সূচক ও সিএসই-৫০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৭০ ও ১ দশমিক ৬৯ পয়েন্ট। সূচক অবস্থান করছে যথাক্রমে ৯৪৪ দশমিক ৬০ পয়েন্টে ও ১ হাজার ১১২ দশমিক ৫০ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ২৯ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮৮ দশমিক ২৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ৯৬ লাখ ৪৯ হাজার টাকার।

লেনদেন হওয়া ৪৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪টির।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...