ডিসেম্বর ২২, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটনে সহকারী পুলিশ কমিশনার পদে কর্মরত মো. সরওয়ার হোসেনকে ডিএমপির পিওএম-পূর্ব বিভাগ, ঢাকা মেট্রোপলিটনে সহকারী পুলিশ কমিশনার পদে কর্মরত মো. তোতা মিয়াকে ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগ এবং ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগে কর্মরত মো. মনিরুল ইসলামকে কমিউনিটি পুলিশিং ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...