ডিসেম্বর ২৩, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ জন পরিদর্শককে (নিরস্ত্র) বদলি করা হয়েছে। তারা ডিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্বে ছিলেন। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএমপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বদলি পরিদর্শকদের মধ্যে আলোচিত যাত্রাবাড়ী থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, গুলশানের মাজহারুল ইসলাম, মতিঝিলের আবুল কালাম আজাদ, পল্টনের মনির হোসেন মোল্লা, শাহবাগের মোস্তাজিরুর রহমান ও পল্লবীর অপূর্ব হাসান রয়েছেন।

সোমবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...