ডিসেম্বর ২৩, ২০২৪

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডাঙ্কি’। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা। তবে বাংলাদেশের দর্শক আজ সন্ধ্যা ৭টা থেকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন। এসব তথ্য জানিয়েছেন ‘ডাঙ্কি’ সিনেমার বাংলাদেশি পরিবেশক অনন্য মামুন।

অনন্য মামুন জানিয়েছে, বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে আলোচিত সিনেমা ‘ডাঙ্কি’। এ তালিকায় রয়েছে— স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাস, মনিহার, বিজিবি অডিটোরিয়াম, মধুমিতা, সিলভার স্ক্রিন, লিবার্টি সিনেমা, রাজ তিলক, সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, রুটস সিনেমা, নিউ গুলশান ইত্যাদি।

প্রথমবার ‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ।

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে নিয়মিত বাংলাদেশে মুক্তি পাচ্ছে হিন্দি সিনেমা। গত মে মাসে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির মাধ্যমে এই জটিলতার অবসান ঘটে। এরপর মুক্তি পায় শাহরুখের ‘জওয়ান’ ও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...