জানুয়ারি ২৩, ২০২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সরকারি হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি ও অবহেলা সহ্য করা হবে না। সিলেটে কয়েকজনকে কর্মস্থলে না পেয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার (৯ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

সংলাপের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার। কোনো রোগী সরকারি সেবা বঞ্চিত হলে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...