অক্টোবর ১৬, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচঞ্জেে (ডিএসই) তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের মোট সম্পদমূল্য ৮২ কোটি টাকা কমেছে। একে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) কমেছে ৪ টাকা ৫৩ পয়সা।

আজ বুধবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচঞ্জে সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত সম্পদ মূল্যায়ন করে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস। এতে দেখা যায়, নিরীক্ষার আগে কোম্পানিটির মোট সম্পদমূল্য ছিলো ১৭৭ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৪৯৬ টাকা। মূল্যায়নের পর কোম্পানিটির সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৫ কোটি ৭৩ লাখ ২৪ হাজার ৩৮২ টাকায়। ফলে আগের হিসাবের তুলনায় কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ৮১ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ১১৪ টাকা।

এদিকে সম্পদমূল্য কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) কিছুটা কমেছে। ডিএসই জানায়, গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে থাকা কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ৫২ টাকা ৩৪ পয়সা থেকে আরও ৪ টাকা ৫৩ পয়সা কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *