নভেম্বর ১৩, ২০২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেন লাইনের ওপর বসে কাজের টাকা ভাগ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় লোকজন জানান, বিকেলে বাউরার আলাউদ্দিন নগর রেল স্টেশনে নামাজ আদায় করার পর চারজন সারাদিনের কাজের টাকা ভাগ করতে রেল লাইনে বসেন। ওই সময় পাশেই ধান মাড়াই মেশিন চলছিল। কিন্তু মেশিনের শব্দের কারণে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) ট্রেনটির শব্দ তারা পাননি। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে লালমনিরহাট জিআরপি থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর লালমনিরহাট জিআরপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা চারজন দিনমজুরের কাজ করেন। নামাজ শেষে ট্রেন লাইনের ওপর বসে সারাদিনের কাজের টাকা ভাগ করার সময় এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার উপপরিদর্শক আল মোমেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এ দুর্ঘটনা, তা তদন্ত করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...