ডিসেম্বর ২২, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে কারখানা শ্রমিকরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এছাড়াও সড়কে অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালান তারা। রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক আজাদুল হক (৪০) গাইবন্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স নামের একটি পোশাক তৈরি কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, মহাসড়কের চন্দ্রা এলাকায় রোববার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময়ে দ্রুতগতির একটি ট্রাক নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজাদুল নিহত হন ও আহত হন তিন শ্রমিক। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা প্রতিবাদ জানাতে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে ও ঘাতক ট্রাক আটক করে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও সৃষ্ট যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালায় উত্তেজিত শ্রমিকরা। এরপর থেকে দেড়ঘণ্টা মহাসড়কে অবরোধ থাকায় উভয় দিকে প্রায় ৫-৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আশপাশের লোকজন ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

সালনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ট্রাক চাপায় কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত ও তিনজন শ্রমিক আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...