ডিসেম্বর ২৩, ২০২৪

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলংকান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতেই টেস্ট ছাড়লেন এ স্পিন অলরাউন্ডার। বয়সটা মাত্র ২৬। ২০২০ সালে টেস্টে অভিষেক হওয়ার পর খেলেছেন ৪ ম্যাচ। আর এই ৪ টেস্ট খেলেই বনেদি ফরম্যাটকে বিদায় জানিয়ে দিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এসএলসি তাদের বিবৃতিতে জানায়, ‘হাসারাঙ্গা আমাদের জানিয়েছে ও টেস্ট থেকে অবসর নিতে চায়। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আমরা আশাবাদী সে সাদা বলের ক্রিকেটে বেশ ভালো করবে।’

বল হাতে চার টেস্টে নিয়েছেন ৪উইকেট। সেটিও এক ম্যাচে। বাকি তিন ম্যাচ তিনি ছিলেন উইকেটশূন্য।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...