জুন ২৯, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। এবারের আসরে রেকর্ড ২০টি দল অংশ নিচ্ছে। যে কারণে এবার প্রাইজমানিও বাড়ছে।

বিশ্বকাপের এবারের আসরে রেকর্ড ১৩৩ কোটি টাকা বরাদ্ধ রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এবারের আসরে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে দল পাবে প্রায় ২৯ কোটি টাকা। রানার্স আপ দল পাবে প্রায় ১৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে প্রায় ৮.৫ কোটি টাকা করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে প্রায় ৪.৫ কোটি টাকা।

সুপার এইটে উঠতে ব্যর্থ হওয়া ১২ দলও পারফর্ম্যান্সের ভিত্তিতে পাবে অর্থ। ৯ থেকে ১২, এই চার দল পাবে ২ কোটি ৯০ লাখ টাকা। ১৩ থেকে ২০তম দলও পাবে বিশাল অর্থ। এই দলগুলো পাবে ২ কোটি ৬৪ লাখ টাকা করে।

এখানেই শেষ নয়। প্রতি ম্যাচ জিতলে এই হিসেবের বাইরে আরও ৩৬ লাখ টাকা পাবে প্রতিটি দল। এই অর্থের আওতায় নেই তিনটি ম্যাচ- দুই সেমিফাইনাল আর ফাইনাল।

এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ইভেন্ট, সেটা অনেক দিক থেকেই। খেলোয়াড়দের প্রাইজমানিতেই বিষয়টার প্রতিফলন হলো। আমরা আশা করছি অবিশ্বাস্য একটা টুর্নামেন্ট অপেক্ষা করছে আমাদের সামনে। দুনিয়ার লাখো লাখো দর্শক-সমর্থক খেলোয়াড়দের পারফর্ম্যান্সে বিমোহিত হবেন।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *