জানুয়ারি ৫, ২০২৫

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তান সিরিজেও শান্তই ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে দৃশ্যপট বদল হতে খুব একটা সময়ও নেয়নি। নতুন বছরের শুরুতেই জানা গেল টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের পদটা ছেড়ে দিচ্ছেন শান্ত।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘শান্ত (নাজমুল) ফাইনালি বলে দিয়েছে সে আর টি- টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি- টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।’

গত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। নিজের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত একটি ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেন শান্ত।

তবে এই দফায় আপাতত টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকেই সরে আসছেন শান্ত। টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...