ডিসেম্বর ২৪, ২০২৪

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে প্রতি লিটার ১১০ টাকায় বোতলজাত সয়াবিন তেল ও প্রতি কেজি ৫৫ টাকায় চিনি বিক্রি করবে। পাশাপাশি ৬৫ টাকা কেজি দরে ভর্তুকি মূল্যে মশুর ডালও বিক্রি করবে সরকারি সংস্থাটি।

দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়েছে, দেশব্যাপী এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তূকি মূল্যের এসব পণ্য বিক্রি করা হবে।

ভর্তূকি মূল্যে তেল, চিনি ও ডাল দিতে টিসিবির মাধ্যমে ঢাকা মহানগরসহ সারা দেশে চলতি মাসের বিক্রয় কার্যক্রম ১০ নভেম্বর শুরু হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এজিবি কলোনির কাঁচাবাজারে সামনে টিসিবির এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

পরিবার কার্ডধারীরা ৫৫ টাকায় ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল ও প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। টিসিবি এসব পণ্যের সঙ্গে পেঁয়াজও বিক্রি করে থাকে। তবে এ মাসে পেঁয়াজ বিক্রি করবে না সংস্থাটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...