সেপ্টেম্বর ১৮, ২০২৪

টাকা দিয়ে যারা নির্বাচিত হয় তারা বেশিদিন টিকতে পারে না, দিনশেষে দেশ থেকে পালাতে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে এমন মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন বলেন, ‘ক্ষমতাকে নিজের কাজে না লাগিয়ে জনগণের কাজে লাগাতে হবে। তাহলে আমার বিশ্বাস আমাকে দেশ ছেড়ে পালাতে হবে না। এ দেশের মাটিতে আমার কবর হবে।’

‘কিন্তু দেখেন টাকা দিয়ে যারা নির্বাচিত হয় তারা বেশিদিন টিকতে পারে না, দিনশেষে দেশ থেকে পালাতে হয়’, যোগ করেন ড. কামাল।
এসময় গণফোরামের রাজনীতি নিয়েও কথা বলেন ড. কামাল হোসেন। বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গণফোরামকে আগাতে হবে। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই।’

অন্তর্বর্তী সরকারকে সময় দিয়ে তাদের সাহায্য করার কথাও জানান প্রবীণ এই রাজনীতিবিদ।

একই অনুষ্ঠানে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে গাজায় পরিণত করেছিল। আমাদের শিক্ষার্থীরা এখনও হাসপাতালে জীবন নিয়ে লড়ছে। এই গণঅভূত্থানের পরে জনগণের মনে নতুন করে বাঁচার যে ইচ্ছা, দেশপ্রেম তা কাজে লাগিয়ে গণফোরামকে একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগাতে হবে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *