ডিসেম্বর ২২, ২০২৪

অর্থের বিনিময়ে এক কিশোরীর ‘যৌনতাপূর্ণ’ ছবি তোলায় এক উপস্থাপককে বরখাস্ত করেছে বিবিসি৷ এ ঘটনায় আরেক কর্মীকেও বরখাস্ত করেছে ব্রিটেনের এই সংবাদমাধ্যম৷

সংবাদমাধ্যমটি জানায়, ওই পুরুষ উপস্থাপক এক কিশোরীকে কয়েক হাজার পাউন্ড দিয়ে তার যৌনতাপূর্ণ ছবি তুলেছেন৷

গত মে মাসে এ বিষয়ে প্রথম অভিযোগ পায় সংবাদমাধ্যমটি৷ এরপর গত বৃহস্পতিবার আবারো নতুন করে অভিযোগ আসে তার বিরুদ্ধে৷ রোববার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় বলেও জানায় বিবিসি৷

অবশ্য লন্ডনের মেট্রোপলিটান পুলিশ জানায়, তাদের এ বিষয়টি জানানো হয়েছে তবে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি৷ পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আগে এ বিষয়ে তাদের আরো তথ্য প্রয়োজন৷

দ্য সান- এর এক খবরে বলা হয়, এমন ছবি তোলার জন্য ইতিমধ্যে কৈশোর পেরোনো সেই মেয়েটিকে গত তিন বছরে প্রায় ৩৫ হাজার পাউন্ড প্রদান করে৷ আর গত ১৯ মে ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবিসিকে জানানো হয়৷

এদিকে অভিযোগের পর ব্রিটেনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির মহাপরিচালক টিম ডেভিডের সাথে বৈঠক করেন৷ ঘটনাটিকে মারাত্মক উদ্বেগের বলে মন্তব্য করেন তিনি৷

এক টুইটে লুসি ফ্রেজারর বলেন, ডেভিড ( বিবিসির মহাপরিচালক) আমাকে নিশ্চিত করেছে যে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা দ্রুত তদন্ত করবে৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...