জানুয়ারি ২৪, ২০২৫

বাংলাদেশে সরাসরি কার্যক্রম শুরু করতে যাচ্ছে নেটফ্লিক্স। প্রথমবারের মতো নিজস্ব ক্যাশ সার্ভার নিয়ে হাজির হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা- তখন ডলার নয়, টাকা দিয়েই গ্রাহকরা কম দামে কিনতে পারবেন নেটফ্লিক্সের যে কোনো প্যাকেজ। একইসাথে কন্টেন্টগুলো দেখা যাবে নিরবচ্ছিন্নভাবে।

গত চার বছরের আলাপ শেষে বিটিআরসির অনুমতির মিলেছে। ফলে দেশে নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার বসাতে পারবে মোবাইল অপারেটর নেটওয়ার্কসহ চারটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল সার্ভার থেকে নেটফ্লিক্সের কন্টেন্ট দেখতে হয়। হাই রেজ্যুলেশনে কন্টেন্ট দেখতে প্রয়োজন হচ্ছে প্রায় ৮০ এমবিপিএস ইন্টারনেট। প্যাকেজ কিনতে খরচ হচ্ছে ৩ থেকে ১২ ডলার। সবমিলিয়ে প্রত্যেক গ্রাহকে গুনতে হচ্ছে প্রায় হাজার টাকা। ক্যাশ সার্ভার বসলে এই ভোগান্তি থেকে গ্রাহক রেহাই পাবে বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

এ-ক্লাউড প্ল্যানেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন বলেন, দেশে নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার হলে আমাদের সাবক্রাইবরা লোকাল ব্যান্ডউইথ দিয়েই নেটফ্লিক্সের অ্যাক্সেস পেয়ে যাবে। তাতে করে ব্যবহারকারীর স্পিড অনেক বেড়ে যাবে।

নেটফ্লিক্সের দুই লাখেরও বেশি গ্রাহক আছে বাংলাদেশে। ফলে প্রতিবছর প্রায় দুইশ কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। দেশে নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার চালু হলে এই টাকা দেশেই থাকবে মনে করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

বাংলাদেশের ক্যাশ সার্ভার চালু হলে দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের উপকারের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের উন্নয়ন হবে বলে মনে করছেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া।

নেটফ্লিক্সের প্যাকেজ কেনাও যথেষ্ট জটিল। এই সুযোগে স্বল্পমূল্যে নেটফ্লিক্সের প্যাকেজ বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারক চক্র গড়ে উঠেছে বাজারে। ক্যাশ সার্ভার চালু হলে, গ্রাহকরা টাকা দিয়ে নিজেই প্যাকেজ কিনতে পারবেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রতিবেদনের তথ্যানুযায়ী, পরিচালন কার্যক্রমের মাধ্যমে প্লাটফর্মটি ১৯০ কোটি ডলার নিট আয় করেছে। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় তাদের পেইড মেম্বারশিপ ৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে তৃতীয় প্রান্তিকেই ৮৮ লাখ গ্রাহক নতুন করে যুক্ত হয়েছে।

বর্তমানে বিশ্বে প্লাটফর্মটির ২৪ কোটি ৭০ লাখের বেশি সাবস্ক্রাইবার বা ব্যবহারকারী রয়েছে। যার প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাইরে। চলমান রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) ধর্মঘট সত্ত্বেও স্ট্রিমিং জায়ান্টটি ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ৮৫৪ কোটি ডলার মোট আয় করেছে, যা তাদের পূর্বাভাসের চেয়ে বেশি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...