ডিসেম্বর ২৭, ২০২৪

দুর্নীতির অভিযোগে এক রেল কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। অভিযোগ উঠেছে, ওই কর্মকর্তার বাড়ি এবং অফিস থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৪৪১ টাকা উদ্ধার করা হয়েছে, যা তিনি বিভিন্ন সময়ে ঘুষ হিসাবে গ্রহণ করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তার নাম কেসি জোশী। তিনি উত্তর-পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ মেটিরিয়াল ম্যানেজার। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে কর্মরত। সম্প্রতি তার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পরে তার অফিসেও হানা দেয় গোয়েন্দারা।

মূলত ওই কর্মকর্তাকে ধরার জন্য ফাঁদ পেতেছিল সিবি‌আই। গোপনে পাতা সেই ফাঁদেই পা দেন রেল কর্মকর্তা। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। এরপরেই বাড়িতে তল্লাশি চালানো হয়।

তার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি রেলের জন্য ট্রাকের জোগান দেন, এমন এক ব্যক্তির থেকে কয়েক লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। টাকা না দিলে লাইসেন্স বাতিল করা হবে বলেও জানিয়েছিলেন। আর এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সিবিআই। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...