ডিসেম্বর ২২, ২০২৪

বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে শ্রীলংকা ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও ৩ রানে হেরে যায় বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিয়ে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

আজ শনিবার সিলেটের সেই একই স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৪ রান করে শ্রীলংকা। দলের হয়ে ৩৫ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে দলীয় সর্বেোচ্চ ৬৮ রান করেন কুশাল মেন্ডিস।

টার্গেট তাড়া করতে নেমে নুয়ান থুশারার গতির মুখে পড়ে ৩২ রানে স্বীকৃত ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। দলের নিশ্চিত পরাজয় জেনেও বুক চিতিয়ে লড়াই করে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেস বোলার তাসকিন আহমেদ।

রিশাদ ৩০ বলে ৬টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৫৩ রান করেন। ২১ বলে তিন চার আর ২টি ছক্কার সাহায্যে ৩২ রান করেন তাসকিন আহমেদ। শ্রীলংকার ১৮ রানের জয়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন।

২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর শ্রীলংকার অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা বলেন, এটি আমাদের জন্য একটি ভালো সিরিজ জয়। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে আমাদের আর কোনো টি-টোয়েন্টি খেলা নেই। এই সিরিজ জয়ের মধ্য দিয়ে আমরা বিশ্বকাপের আত্মবিশ্বাস নিয়েছি।

বাংলাদেশে সিরিজ জয়ে আমাদের বোলারদের অনেক অবদান রয়েছে। সিরিজে তারা খুব ভালো বোলিং করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...