সেপ্টেম্বর ৮, ২০২৪

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। আজ রোববার (২৯ অক্টোবর) ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

এখন পর্যন্ত বিশ্বকাপের ৫ ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এতে তাদের অবস্থান টেবিলের শীর্ষে। সেমিফাইনালও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আয়োজক দেশটির। তবে বাকি ম্যাচগুলোতে কোনো পরীক্ষা নীরিক্ষা চালাতে চাননা ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। জয়ের ধারা অব্যহত রাখতে সব প্রতিপেক্ষর বিপক্ষেই খেলোয়াড়দের কাছ থেকে সেরাটাই চান তিনি।

এদিকে ফেবারিট হিসেবেই খেলতে এসেছিল ইংল্যান্ড। তবে, বিশ্বকাপ শুরু হতেই বদলে গেল দৃশ্যপট। ৫ ম্যাচ খেলে ৪টিতেই হেরে বিশ্বকাপ থেকে এক প্রকার ছিটকেই গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এখন পর্যন্ত বিশ্ব আসরে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে ৪ জয় পেয়েছে ইংল্যান্ড, আর ভারতের জয় ৩টিতে। তবে ওয়ানডে ক্রিকেটে আবার এগিয়ে ভারত। ১০৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এই দু’দল। ৫৭ ম্যাচে জয় আছে ভারতের আর ইংল্যান্ডের জয় ৪৪টিতে।

দুই দলই তাদের একই একাদশ নিয়ে মাঠে নেমেছে।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *