ডিসেম্বর ২২, ২০২৪

বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি শক্তিশালী দুই দেশ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা । ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যা দিয়ে প্রোটিয়া অধিনায়ক বাভুমা বলেন, ‘আবহাওয়ার চিন্তা মাথায় এসেছে, কিন্তু দলের শক্তির জায়গা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া।’ সেই সঙ্গে তিনি যে পুরোপুরি ফিট নন তাও জানান বাভুমা।

দক্ষিণ আফ্রিকার একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, গেরাল্ড কোয়েতজে, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...