জানুয়ারি ৫, ২০২৫

পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে স্বাগতিক ভারত। আজ রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। খেলাটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি, টি-স্পোর্টস, স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস-১ এইচডিতে।

অস্ট্রেলিয়া মাঠে নামবে তাদের হেক্সা মিশন। ভারতের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না তারা। বিশ্ব আসরে এখন পর্যন্ত এ দু’দেশ একে অপরের মুখোমুখি হয়েছে ১২ বার। যেখানে ভারতের ৪ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ৮ ম্যাচে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশানে, ক্যামেরুন গ্রিণ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...