জানুয়ারি ১০, ২০২৫

গাজীপু‌রের টঙ্গী‌তে ঢাকা থেকে ছেড়ে আাসা একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল ১০টায় টঙ্গী ব্রিজে ওঠার আগে আবদুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) ছোটন শর্মা ব‌লেন, ঢাকা থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি মালবাহী ট্রেন টঙ্গী রেল ব্রিজে ওঠার আগে লাইনচ্যুত হয়। এতে পাঁচটি বগি লাইনের বাইরে চলে যায়।

তিনি জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ব‌গি উদ্ধা‌রের কাজ চল‌ছে। ডাউন লাইন দি‌য়ে ট্রেন চলাচল কর‌ছে।

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...