সেপ্টেম্বর ১৭, ২০২৪

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে তাড়াতাড়ি কীভাবে জয়ী হওয়া যায় সেই যুক্তি তুলে ধরবেন। ইউক্রেনের প্রেসিডেন্টের এক সিনিয়র উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

সিএনএনের সিনিয়র ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট ফ্রেডেরিক প্লিটজেনের সঙ্গে একটি সাক্ষাৎকারে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেছেন, জেলেনস্কি জাতিসংঘ সাধারণ পরিষদে ‘কেন এই যুদ্ধের দ্রুত ও সুষ্ঠু সমাপ্তি হওয়া উচিত’, এবং ‘ইউক্রেনকে সাহায্য করা স্থিতিশীলতার জন্য একটি বিনিয়োগ’, এসব যুক্তি তুলে ধরবেন।

পর্যাপ্ত অস্ত্র থাকলে ইউক্রেন এ যুদ্ধে আরো দ্রুত এগোতে পারবে, অধিবেশনে এ কথাও তুলে ধরবেন জেলেনস্কি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের জন্য সোমবার থেকে নিউইয়র্কে বৈঠকে বসছেন বিশ্ব নেতারা।

সমাবেশে ভাষণ ছাড়াও, জেলেনস্কি নিউইয়র্কে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করার পরিকল্পনা রয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে যাবেন জেলেনস্কি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *