নভেম্বর ২৭, ২০২৪

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) রাত ৮টায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চাঁদপুর মডেল থানার এসআই মকবুল হোসেন (৫৫) ও কনস্টেবল আপেল মাহমুদকে (৪০) চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ছাড়া বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে সাড়ে ৪ হাজার কার্ডধারী জাটকা জেলেদের মধ্যে চাল বিতরণ চলছিল। এ সময় নির্দিষ্ট জেলের তুলনায় চাল কম হওয়ায় ৬নং ও ৭নং ওয়ার্ডের ৪০ থেকে ৫০ জন জেলেকে চাল দেওয়া সম্ভব হয়নি। এ জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে চাল বিতরণ বন্ধ ঘোষণা করা হয়। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মনা খার ছেলে জসিম খানের নেতৃত্বে অন্যান্য জেলেদের নিয়ে হামলা চালানো হয়। তাদের হামলায় অন্তত ১০ থেকে ১২ জন লোক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৬ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ সময় হামলায় পুলিশের এসআই মকবুল হোসেনসহ আরও ৫ জন পুলিশ আহত হন। পুলিশের গুলিতে ও জেলেদের হামলায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

এ ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, প্রকৃত জেলেরা চাল না পাওয়ায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম বলেন, আমরা সেখানে হামলার ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ পাঠাই। এ সময় আমাদের ওপরও হামলা চালানো হয়। তখন বাধ্য হয়ে পুলিশ ফাঁকা গুলি চালায়। এরপর তারা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে একজন এসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...