ডিসেম্বর ২২, ২০২৪

ইংরেজি গান দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। মধ্যে বাংলা গান নিয়েই ছিল তাঁর ব্যস্ততা। দীর্ঘ বিরতির পর ইংরেজি গানে ফিরলেন তিনি। গানের শিরোনাম ‘স্পাইসি’। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদীর। গানে র্যা প পার্টে গেয়েছেন মার্কিন শিল্পী হ্যাজেল রোজ। ফুয়াদ আল মুক্তাদীরের গাওয়া বাংলা গানের একটি অংশও রয়েছে এতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গানটির দৃশ্যধারণ হয়েছে।

সম্প্রতি ‘ওকেব্রো রেকর্ডস’-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

নতুন গান প্রসঙ্গে জেফার বলেন, “অনেকদিন পর ইংলিশ গানকরেছি। এ কারণে গানটি আমার কাছে বিশেষ কিছু। গান ও ভিডিও বেশ যত্ন নিয়ে করা হয়েছে। সবমিলিয়ে এটি মনমতো হয়েছে। বাংলাদেশের গানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজকরছে রেকর্ড লেবেল ‘ওকেব্রো’। ‘স্পাইসি’ দিয়ে তাদের প্রথম প্রজেক্ট শুরু হচ্ছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

কয়েকমাসআগেজেফারছিলেন অগণিত শ্রোতার প্রিয় কণ্ঠশিল্পী; সেসব অনুরাগীর কাছে তিনি এখন প্রিয় অভিনেত্রীদেরওএকজন। মাত্র একটি সিনেমা ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ তাঁকে তুলে ধরেছেনতুন পরিচয়ে। ওলট-পালট করে দিয়েছে ভাবনার জগৎ। তাই আগামী দিনের পথচলা নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে এই শিল্পীকে।

জেফারের কথায়, ‘আমি গানের মানুষ, সেই সূত্রে মিউজিক ভিডিওতে পারফর্ম করি। সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো চরিত্র নিজের মধ্যে ধারণ করে অভিনয় করার কথা আদৌ ভাবিনি। এরপরও ফারুকী ভাইয়ের প্রস্তাবটা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। তবে অভিনয়ে নিয়মিত হতে চাই না। গানটাই আমার কাছে মুখ্য। আপাতত ভালো স্ক্রিপ্ট ওথিম ছাড়া অভিনয় করতে চাই না। ভালো কাজের অপেক্ষায় আছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...