জুলাই আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের বায়োমেট্রিক প্রক্রিয়ায় ভোটার হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার ছাড়াও স্মার্ট কার্ড এবং ভুল সংশোধনের সুযোগও পাচ্ছেন আহতরা। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেছেন, দেড় সপ্তাহের মধ্যে তাদের কাছে হস্তান্তর করা হবে জাতীয় পরিচয়পত্র। চোখ এবং আঙ্গুলে ক্ষতিগ্রস্তদের ইসির নির্দেশনায় দেওয়া হবে এনআইডি। আহতদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এই সেবা পাবেন।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু হয়েছে সোমবার। এর পাশাপাশি এবার জুলাই আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের তথ্য নেয়া হচ্ছে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে হালনাগাদ কার্যক্রম চলে।
আহতরা এক টেবিলে বসেই তথ্য, ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে ভোটার হওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন। এছাড়া জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন, স্মার্ট কার্ড ও হারানো কার্ডের আবেদনও করছেন অনেকে। এ সুবিধা আহতদের পরিবারের সদস্যরাও পাচ্ছেন।
এসময়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বলেন, দেড় সপ্তাহের মধ্যে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করা হবে।
আহতদের মধ্যে যাদের আঙ্গুল ও চোখ বেশি ক্ষতগ্রস্ত হয়েছে তাদের কমিশনের অনুমতিতে কার্ড দেয়া হবে।
শুধু ঢাকা কেন্দ্রিক নয়, এই কার্যক্রম সারাদেশেই পর্যায়ক্রমে করবে নির্বাচন কমিশন।