ডিসেম্বর ২২, ২০২৪

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ চলাকালে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর এবং পরবর্তীতে তার ফেরা নিয়ে সরগরম ছিল দেশের ক্রিকেট। একইসঙ্গে দলীয় পারফরম্যান্সেও আফগানদের থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ। যদিও ড্রেসিংরুমের পরিবেশে এসবের জন্য তেমন কোনো প্রভাব পড়েনি বলেই বিশ্বাস সাকিব আল হাসানের।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হচ্ছে ১৪ জুলাই। ম্যাচটির আগের দিন অফিসিয়াল সংবাদ সম্মেলনে এসে এমনটাই দাবি করেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। তিনি বলেন, ‘বাইরে থেকে অনেক কিছু অনেক রকম মনে হতে পারে, ড্রেসিংরুমে মনে হয় না আমার আমরা আনসেটেল্ড ছিলাম, রেজাল্টের কারণেই আপনাদের মনে হয় এমনটা। আমরা জিতি বা হারি ড্রেসিং রুমের পরিবেশটা খুব বেশি পরিবর্তন হয় না।’

আফগানদের টেস্টে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রত্যাশার পারদ আরও উঁচুতে যায় ওয়ানডে সিরিজ সামনে এলে। কেননা ঘরের মাঠে ওয়ানডে সংস্করণে যথেষ্ট শক্তিশালী বাংলাদেশ। এই সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে যাওয়ার সুযোগও ছিল বাংলাদেশের। কিন্তু আশায় গুঁড়েবালি হয় টাইগারদের মাঠের পারফরম্যান্সে। এদিকে টি-টোয়েন্টি সিরিজে অপেক্ষাকৃত শক্তিশালী দল আফগানিস্তান।

বিশ্বসেরা অলরাউন্ডারের মতে, ‘আমরা তখনই একটু নার্ভাস থাকি বা অত ভালো পারফর্ম করতে পারি না, যখন আমরা কন্ডিশন নিয়ে অনেক বেশি চিন্তা করি এবং অনেক বেশি প্রতিপক্ষ নিয়ে চিন্তা করি। আমার কাছে মনে হয়, ওই জিনিসটা আমরা যত কম করতে পারব, ততই আমাদের জন্য ভালো।’

এদিকে সিলেটে অনুষ্ঠেয় এই টি-টোয়েন্টি সিরিজে বড় রকমের ভূমিকা রাখতে পারে বৃষ্টি। আপাতত বৃষ্টির সম্ভাবনা বিবেচনা করেই একাদশ নির্ধারণ করার ঘোষণা দিয়েছেন তিনি, ‘টসের আগ মুহুর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তারপরই একাদশটা ঠিক করতে পারব’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...