ডিসেম্বর ২২, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি সিটি ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ মুস্তাফিজুর রহমান বহুজাতিক এবং নেতৃস্থানীয় প্রাইভেট ব্যাংক জুড়ে ২৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০০ সালে এএনজেড গ্রিন্ডলেস ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন, তারপরে এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড এবং সম্প্রতি দ্য সিটি ব্যাংক লিমিটেডে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং রিটেইল ব্যাংকিং ট্রান্সফরমেশন টিমের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মোঃ মুস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস (এমআইটিবি) স্নাতকোত্তর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসিবিএ এবং বিআইবিএম থেকে সিইইবি-এর মতো প্রাসঙ্গিক শিল্প সনদ অর্জন করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...