সেপ্টেম্বর ১৭, ২০২৪

স্পিকারকে চোখ টিপে, জিভ দেখিয়ে বিশেষ অঙ্গভঙ্গি করে খানিকটা বিতর্কে জড়ালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ আচরণকে অনেকেই ‘অসংযত’ বলছেন।

দেশটির হাউস অফ কমন্সে সম্প্রতি নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন গ্রেগ ফার্গাস। কার্যভার গ্রহণ করার পরে তিনি প্রথম দিন পার্লামেন্টে এসেই ট্রুডোকে ‘সম্মাননীয় প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করেন। হঠাৎ উঠে দাঁড়িয়ে স্পিকারকে সংশোধন করে দিয়ে ট্রুডো বলেন, ‘অতি সম্মাননীয়’ হবে। হাসিমুখে এ কথা বলতে বলতেই স্পিকারের দিকে তাকিয়ে চোখ টিপ দেন তিনি। জিভ বের করেও হাসতে দেখা যায় তাকে। ট্রুডোর এ কার্যকলাপে হেসে ওঠেন তার দল লিবারেল পার্টির সদস্যরাও।

যদিও ট্রুডোর এ কাজে ক্ষুব্ধ কানাডার নাগরিকদের একাংশ। সমাজমাধ্যমে একজন লিখেছেন, আত্মরতির এক অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছেন ট্রুডো। তার আচরণ একটা শিশুর মতো। আরেকজন লিখেছেন, এটা উনি (ট্রুডো) ব্যক্তিগত পরিসরে করতেই পারেন। কিন্তু পার্লামেন্টে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করা যায় না।

মঙ্গলবারই দায়িত্বভার নিয়েছেন কানাডার নতুন স্পিকার ফার্গাস। কানাডার ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *