জানুয়ারি ১০, ২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে তার সাম্প্রতিক তিন দিনের সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে জানাতে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে গত ১৫ ফেব্রুয়ারি মিউনিখে যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন।

মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন এবং সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...