জানুয়ারি ১০, ২০২৫

জামিনে কারাগার থেকে বের হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আজ বুধবার বিকেলে কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং নানা স্লোগানে বরণ করে নেন।

তিন বছরের দণ্ড পাওয়া একটি মামলায় আপিল করে আলাল জামিন পান। গত রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাকে জামিনের আদেশ দেন।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে নাশকতার চার মামলায়ও এর আগে জামিন পান তিনি।

মোয়াজ্জেম হোসেন আলালকে গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...