জানুয়ারি ১৯, ২০২৫

নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইওয়ামা কিমিনরি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

রোববার (৮ ডিসেম্বর) রাষ্ট্রদূত এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সফরসঙ্গী ছিলেন জাপান দূতাবাস, বাংলাদেশ-এর পাবলিক রিলেশন্স অ্যান্ড কালচার সেকশনের সেকেন্ড সেক্রেটারি ও ডেপুটি হেড, মি. ইয়ামামোটো কিয়োহেই।

এআইইউবি-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে মি. ইওয়ামা কিমিনরি এআইইউবি-কে পরপর দুটি জাপানি ভাষা দক্ষতা পরীক্ষা সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে এআইইউবি এবং জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ শিক্ষার সহযোগিতার সুযোগ, শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, গবেষণা, শিক্ষা মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি এআইইউবি স্নাতকদের আইটি খাতে দক্ষতা বৃদ্ধি এবং জাপানি কোম্পানিতে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এআইইউবি-এর প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর অধ্যাপক (ছুটি) ড. মো. তৌফিকুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর (প্রশাসন) মেজর (অব.) ফয়েজ-উল-বারী রাজন ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিস নাদিয়া আনোয়ার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এআইইউবি-এর শিক্ষার্থী ও স্নাতকদের জন্য আইটি খাতে দক্ষতা বৃদ্ধি ও জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। এ পরিদর্শন এআইইউবি এবং জাপানের মধ্যে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা, আইটি খাতে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...