বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের সমস্যা সমাধানে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের আশ্বাস দিয়ে ৪৮ ঘণ্টার গণঅনশন ভাঙিয়েছেন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু-বান্ধব অঙ্গীকারসমূহ বাস্তবায়নে কেন্দ্রীয় শহীদ মিনারে ২য় দিনের কর্মসূচি চলাকালে সেখানে উপস্থিত হয়ে কবির বিন আনোয়ার তাদের অনশন ভাঙান।
তাদের দাবির মধ্যে রয়েছে-সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সমতলে আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশনসহ সরকারি দলের গত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত অঙ্গীকারসমূহ বাস্তবায়ন করা।
এর আগে কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের ঐক্যমোর্চার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
অনশন চলাকালীন আরও কিছু স্থির ছবি —