সেপ্টেম্বর ১৭, ২০২৪

আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন সরকারপ্রধান। ২২ সেপ্টেম্বর অধিবেশনে বক্তব্য দেবেন তিনি।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, ডেনমার্কের প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কয়েকজন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন।

শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন, স্বাস্থ্য খাতে সাফল্য ইত্যাদি বিষয়ে তুলে ধরবেন বলেও জানান আব্দুল মোমেন।

নিউইয়র্ক সফরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ খুরশীদ এ. চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *