জানুয়ারি ৫, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ২৩ ও ২৪ নাম্বার প্লট বিক্রি করবে লংকাবাংলা। এই প্লটে একটি বহুতল ভবন নির্মাণাধীন আছে। যার রয়েছে ৪ তলা বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর ও ১১টি ফ্লোর। বিদ্যমান বাজার দরে এই সম্পত্তি বিক্রি করবে কোম্পানিটি।

সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ, দেশের অন্যতম শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে (২০২২) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২১ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...