সেপ্টেম্বর ১৭, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩৭ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সোনারগাঁতে নিলামের মাধ্যমে এই জমি কেনার সুযোগ পেয়েছে।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূৃত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ব্যাংক এশিয়া, প্রগতি স্বরনী শাখা ও অন্যান্য জমির সাথে নিলাম করেছে। এই জমি কোম্পানিটির লোলাটিতে বিস্কুট অ্যান্ড কনফেকশোনারি ইউনিটের পাশে অবস্থিত।

কোম্পানিটি জানায়, ৩৭ ডেসিমেল জমি কিনতে অলিম্পিকের ৯২ লাখ ৫০ হাজার টাকা ব্যায় হবে। রেজিমেস্ট্রশন ও অন্যান্য খরচ বাবদ ১৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকা ব্যয় হবে। মোট জমি কিনতে কোম্পানিটির ব্যায়ের পরিমাণ দাঁড়াচ্ছে ১ কোটি ৫ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আরও ৩০.৭৫ ডেসিমেল জমি সোনারগাঁও উপজেলায় বিস্কুট অ্যান্ড কনফেকশনারি ইউনিটের পাশে কিনবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ জমি কিনতে কোম্পানিটির মোট ১ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *