ডিসেম্বর ২৭, ২০২৪

বাংলাদেশ রেলওয়ে ঋণদান সমিতির সাথে জনতা ব্যাংক ও রুপালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষরিত। বাংলাদেশ রেলওয়ে সমবায় ঋণদান সমিতি লিমিটেডের ঋণগ্রহীতা ও আমানতকারীদের ঋণ বিনিয়োগ ও আদায় কার্যক্রম পরিচালনার জন্য জনতা ব্যাংক রুপালী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে ঢাকা রেলভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

রেলওয়ে সমবায় ঋনদান সমিতির সভাপতি ও রেলওয় ট্রেনিং একাডেমির রেক্টর পার্থ সরকারে সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আফজাল হোসেন,অতিরিক্ত মহাপরিচালক (মার্কেটিং এন্ড প্ল্যানিং) সলিম উল্লাহ বাহার,অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) এএম সালাউদ্দিন, সমিতির সহ-সভাপতি ও অতিরিক্ত প্রকল্ল পরিচালক মো:আবুল কালাম চৌধুরী, অতিরিক্ত মহাব্যবস্হাপক(পূর্ব) তাবাসসুম ইসলাম,পরিচালক মো: জাকির হোসেন জনতা ব্যাংকের পক্ষে উপস্হিত ছিলেন জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ, ডিজিএম আব্দুস সোবহান মিয়া, এজিএম মীর জাহিদুল ইসলাম রুপালী ব্যাংকে পক্ষে উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার মইন উদ্দিন মাসুদ, ডিজিএম আফরোজা সুলতানা এজিএম আবু তাহের প্রধান রেলওয়ে ঋণদান সমিতির সচিব মো: সাখাওয়াত হোসেন, আইটি ইনচার্জ মো:মোজাম্মেল হোসন ভূঁইয়া।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...