নভেম্বর ১৭, ২০২৪

জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্টের বোর্ড রুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান ।

এসময় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও কোম্পানির পারফরমেন্স এর বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর প্রধান নির্বাহী শহীদুল হক, এফসিএমএ।

জেসিআইএল ২০২২ সালে পরিচালন আয় ৬৩.৭৮ কোটি টাকা এবং পরিচালন মুনাফা ৫৫.৬৯ কোটি টাকা অর্জন করেছে। কোভিড-১৯ মহামারী পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দার মধ্যেও জেসিআইএল এর পারফরমেন্স এ শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও জেসিআইএল এর চেয়ারম্যান উল্লেখ করেন ২০২২ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ১১০০ পয়েন্ট সংশোধিত হয়। কিন্তু তা সত্বেও জেসিআইএল এর নিজেস্ব পত্রকোষে ১৪ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিঃসন্দেহে প্রশংসনীয়। বাজারের সার্বিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে সময়োপযোগী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি মনে করেন।

শেয়ারহোল্ডার মোঃ জিয়াউল হক খোন্দকার কোম্পানির পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করে মার্চেন্ট ব্যাংকিং এর অন্যান্য খাত সমুহেও জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর ব্যবসা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন ।

জনতা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থ বছরের মার্চেন্ট ব্যাংকিং ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠান হিসেবে পরপর দুই বছর প্রথম স্থান অধিকারীর খেতাব অর্জন করায় শেয়ারহোল্ডারগণ সকল নিবাহী/কর্মকর্তা/কর্মচারীদের অভিনন্দন জানান ।

উক্ত বার্ষিক সাধারণ সভায় হোল্ডিং কোম্পানি জনতা ব্যাংক লিমিটেড এর এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ার হোল্ডার প্রতিনিধিসহ ব্যাংক এর উর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...